স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরে নতুন আরেকটি টাইলসের দোকান ‘টাইলস মেলা’র উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে দোকানটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি ফিতা ও কেক কেটে জাঁকজমকভাবে দোকানটির উদ্বোধন করেন। জেলা শহরের পুরাতন হাসপাতাল সড়কের টাইলস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহ-সভাপতি সাইদুজ্জামান খোকন, হাসনাত পেপারের স্বত্বাধিকারী রাজিবুল হাসনাত নিপ্পন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কিশোর কুমার কু-ু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টাইলস মেলার মালিক অনিতা রানী দেবনাথ ও তার স্বামী যশোরের এবি এন্টারপ্রাইজের অমল কুমার দেবনাথ।