চুয়াডাঙ্গায় বিট পুলিশিং সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম

সকলে একত্রিত হয়ে মাদকের মূলসহ উপড়ে ফেলা হবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়ায় ১নং বিট পুলিশের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুুুুয়াডাঙ্গা সদর থানার আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আনা। কারণ এখনও অনেক সাধারণ মানুষ পুলিশকে ভয় পায়। বিশ্বাস আসলেই মানুষ সাহস নিয়ে তাদের সমস্যার কথা আমাদের বলতে পারবে। এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে মাদক। মাদক বিক্রেতা ও সেবক হচ্ছে সমাজের ব্যাধি। সকলে একত্রিত হয়ে এই ব্যাধি সমাজ থেকে মূলসহ উপড়ে ফেলতে হবে। মাদকের কারণেই সমাজে নানান রকম সমস্যার সৃষ্টি হয়। মাদকাসক্ত ব্যক্তিরা নানাভাবে বিভিন্নরকম অপরাধে জড়িয়ে পড়ে। তাই যেকোনো মূল্যে আমাদের এই মাদককে উৎখাত করতে হবে। এর সাথে কোরপ্রকার আপস করার সুযোগ নেই। আপনারা গোপনে আমাকে তথ্য দিবেন। আমরা সাথে সাথে অবশ্যই ব্যবস্থা নেবো। সমাজে ৯৫ ভাগ মানুষ ভালো আর ৫ ভাগ মানুষ মাদককের সাথে জড়িত। এই ৫ ভাগ মানুষের জন্য বাকি মানুষদের সমস্যায় পড়তে দেবো না। যেকোনো মূল্যে অবশ্যই চুয়াডাঙ্গার প্রতিটি এলাকা মাদকমুক্ত করা হবে। আপনারা মনে রাখবেন এই কিছু সংখ্যক মাদককারবারিই ভবিষ্যতে সমাজকে নষ্ট করবে। তিনি আরও বলেন, একটা ছেলে সন্তান ন্যায় কন্যাসন্তানও আপনার আমার জন্য আশীর্বাদ হতে পারে। তাই কন্যাসন্তানকে ছেলে সন্তানের মতোই গুরুত্ব দিয়ে মানুষ করতে হবে। আপনার ছেলে-মেয়ে কখন বাড়িতে আসছে, কোথায় যাচ্ছে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আপনারা খেয়াল না রাখলে যেকোনো খারাপ সঙ্গে জড়িয়ে নষ্ট হয়ে যাবে আপনার সন্তান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর। চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মুনসুর আলী মনোর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেদারগঞ্জ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক আনসারুল্লাহ ও স্থানীয় বাজার কমিটির উপদেষ্টা আশরাফুল ইসলাম। ১নং বিট পুলিশিংয়ের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন মিলন, এসআই হাসানুজ্জামান, এএসআই আওয়াল হোসেন, আলী ম-ল, সাহাদ আলী ম-ল, আহসান হাবীব, হাবিবুর রহমান, জাকির হোসেন, রকিবুল হাসান, রেদোয়ান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More