চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:

‘ভু-গর্ভস্থ পানি: অদৃশ্যকে দৃশ্যমান করে’ প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওয়েভ ফাউন্ডেশন ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োনে দামুড়হুদার নতিপোতায় আলোচনাসভার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) সাজিয়া আফরীন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরীন বলেন, ভ‚-গর্ভস্থ পানির ওপর চাপ কমানোর জন্য আমাদের প্রত্যেকেরই পানির অপচয় রোধ করতে হবে। সরকার ভ‚-উপরিস্থিত পানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ভ‚-গর্ভস্থ পানির ওপর গুরুত্ব দেয়ার জন্য বিশ^সংস্থা জাতিসংঘ এ বছরে। উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়াজনে ওয়াটার ও আরজি কারিগরি সহায়তা প্রদান করে। অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের রিজিওনাল ম্যানেজার জিল্লুর রহমান। সংস্থার এ্যাকসেস প্রকল্পের সমš^য়কারী শাহেদ জামালের সঞ্চালনায় অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সভাপতি লোকমোর্চার অ্যাড বেলাল হোসেন, উম্মে হাবিবা, শিরিনা ইয়াসমিন ডলি, ইলিয়াস হোসেন, উপ-সমš^য়কারী হুমায়ন কবীর, সহ-সমš^য়কারী মো. জাহাঙ্গীর আলম, সহ-সমš^য়কারী আব্দুল লতিফ, এরিয়া ম্যানেজার আল মামুন, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, প্রোগ্রাম অফিসার মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এ্যাকসেস প্রকল্পের ফিল্ড মনিটর শামীম আজাদ ও আক্তারুজ্জামান।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের নতিপোতা স্কুলমাঠে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে জেইফজিই’র অর্থায়নে ওয়াসেফ প্রকল্পের আওতায় ‘ভ‚গর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এ ¯েøাগানে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এপেক্স কমিটির সহ-সভাপতি আশরাফুজ্জামান পিন্টু, নতিপোতা ইউনিয়ন কমিটি সাধারণ সম্পাদক সাগর আলী। উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াসেপ প্রকল্পের প্রকল্প সমš^য়কারী তোফায়েল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন ফ্যাসিলেটর মো. হামিদুল ইসলাম ও মো. সোহেল রানা, ফিল্ড ভলেন্টিয়ার মো. মনজুর এলাহী ও মো. আরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More