চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনাসভায় বক্তারা

দেশের বহু জনপদ এখন পানি সঙ্কটে ভুগছে
স্টাফ রিপোটার: জীবনের জন্য অপরিহার্য পানি সম্পদ নদ-নদী, জলাশয়, জলাধার সুরক্ষা কারার দাবিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ‘অপচয় রোধে পানির মূল্যায়ন করি’ এ সেøাগানে এএলআরডি’র সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার এ আয়োজন করে। গতকাল বিকেল ৪টার দিকে সংস্থার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজান আলী বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, সাংবাদিক শাহ আলম সনি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে পানির উৎসগুলোর অতি ব্যবহার ঘটছে। একইসাথে, ভূগর্ভস্থ পানির ওপরও চাপ বাড়ছে। এছাড়াও, জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে। উন্নয়নের নামে খাল বিল নদী ভরাটের অপরিনামদর্শী কর্মকা- মানুষের জন্য বিপদ ডেকে আনছে। নদীর ওপর বাঁধ, স্লুইচগেট, রাস্তা, সেতু, অবকাঠামো নির্মাণ করে নদীর প্রাকৃতিক গতিপথ ও পানি প্রবাহকে বাধাগ্রস্ত করছে। পানির দেশ বলে পরিচিত যে বাংলাদেশ, সে দেশের বহু জনপদ এখন পানি সঙ্কটে ভুগছে। দেখা দিয়েছে পানযোগ্য পানির অভাব। চাষের জন্য ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা বাড়ছে। ভুগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাওয়ার বিপদ ঘটছে। শিল্প কলকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি, হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক মৎস্য সম্পদ। নদীর দুই পার ভরাট করে সংকুচিত করে ফেলা হচ্ছে। উন্নয়নের নামে খাল-বিল জলাভূমি ধ্বংসের আত্মঘাতী প্রবণতা থেকে সরে না এলে এক অভাবনীয় পানি সঙ্কটের মুখে পড়বে আমাদের দেশ।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রভাষক হেলেনা নাসরিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গা জেলার শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ভাষানী অনুসারী পরিষদ চুয়াডাঙ্গা জেলার শাখার আহ্বায়ক লিটু বিশ্বাস, ব্র্যাকের চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা ফারুক আহম্মেদ, ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, মিনিস্টার মাইওয়ান গ্রুপের বিভাগীয় সমন্বয়কারী আব্দুল লতিফ, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু, রিসোর সমন্বয়কারী আদিল হোসেন, আত্মবিশ্বাসের প্রকল্প কর্মকর্তা রানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More