চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপনে আনন্দর‌্যালি

 

স্টাফ রিপোর্টার: সোনালী ব্যাংক লিমিটেডের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গা শাখা এবং কোর্ট বিল্ডিং শাখার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার আনন্দর‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা শহর প্রদক্ষিণ করে। র‌্যালির নেতৃত্বে ছিলেন প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আবু জাফর ছাদেক। তিনি বলেন ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকরণকৃত সোনালী ব্যাংক এখন দেশের সর্ব বৃহৎ বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক এখন সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।’ র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান আবদুল্লাহ আল মামুন, সোনালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মনিরুজ্জামান, ঊর্ধ্বতন সহ-সভাপতি মো. শামছুজ্জামান, যুগ্মসাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-২০২এর সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রেজা শাহীনসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More