চুয়াডাঙ্গা পৌরসভার জেন্ডার অ্যাকশান প্লান বাস্তবায়নে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার জেন্ডার অ্যাকশান প্লান বাস্তবায়নে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ে ১২ জন সেলাই প্রশিক্ষিত নারীর মাঝে এ সেলাই মেশিন দেয়া হয়। পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রধান অতিথি প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন হতদরিদ্র নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম। এসময় কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, নাজরিন পারভীন মলি ও টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেনসহ পৌরকর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় চুয়াডাঙ্গা রেলপাড়ার শিরিণা আক্তার, সাদেক আলী মল্লিকপাড়ার সুমি পারভীন, হাটকালুগঞ্জের মনোয়ারা বেগম, মুন্সীপাড়ার সুরাইয়া খাতুন এবং বেলগাছির রানু বেগমসহ ১২ জন হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন বলেন, পৌর এলাকার হতদরিদ্র নারীদের মাঝে যে সেলাই মেশিনগুলো দেয়া হলো আপনারা তা অবহেলা করবেন না। স্বামীর পাশাপাশি আপনারা সেলাই মেশিন দিয়ে উপার্জন করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন। পৌরসভার কর্মকর্তারা দেখভাল করবেন। আপনারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। আপনারা প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ কাজে লাগাবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More