কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে উন্মুক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ ২ হাজার ২, রাজস্ব খাতে ২৭ লাখ ৪৫ হাজার ৫শ টাকা সর্বমোট ১ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫শ ২ টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। বাজেট পাঠ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, দফতর সম্পাদক শিক্ষক আহম্মেদ আলী, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, আশাবুল হক আশা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বকুল মেম্বার, জামসেদ আলী, দেলোয়ার হোসেন, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল, যুবলীগ নেতা মোস্তাফিজ কচি, শরীফুজ্জামান শরীফ, বখতিয়ার খলজি বকুল, মুকুল হোসেন, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, চুল ব্যবসায়ী মিজান, ছাত্রলীগ নেতা সানাউল কবির শিরিন, সকল ইউপি সদস্য, তপন কুমার, হারুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন ইউপি সচিব মহি উদ্দিন।
দর্শনা অফিস জানিয়েছে, ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের। গতকাল সোমবার দুপুর ১২টার ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত বাজেট সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। ১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৫৩০ টাকা বাজেট পড়ে শোনান ইউনিয়নের সচিব হারুন অর রশিদ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এতে উন্নয়ন খাতে এক কোটি ৬৫ লাখ ৫০ হাজার ও রাজস্ব খাতে ১৫ লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট এক কোটি ৮১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। গতকাল সোমবার সকালে আমদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্নয়ন বাজেট ঘোষণা করেন ইউপি সচিব শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনারুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. কাবুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. দরুদ আলী, মো. সিরাজ, মোছা. আরিফা খাতুন প্রমুখ। এ বারের বাজেটে দারিদ্র হ্রাসকরণ, সামাজিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সহায়তা দানের লক্ষ্যে সর্বাধিক ৬১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান ইউপি সচিব শাহাদৎ হোসেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনী উপজেলার ৫নং মটমুড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ৩টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদের সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থ বছরের ২ কোটি ২০ লাখ টাকার খসড়া বাজেট ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা জনসম্মুখে ঘোষণা করেন মটমুড়া ইউপি সচিব মতিয়ার রহমান। উন্মুক্ত বাজেট সভায় এলাকার সর্বস্তরের জনসাধারণ ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটের আলোকে সংযোজন ও বিয়োজন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ জনগণের বিভিন্ন দাবির মধ্যে গুরুত্বপূর্ণ ও জরুরি দাবিগুলোকে প্রাধান্য দিয়েছেন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সমাজকর্মী আরোজ আলী, ইউপি সদস্যবৃন্দসহ এবং মটমুড়া ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯৪ লাখ ৪৭ হাজার ৪০০ টাকার বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাজনপুর ইউপি ১নং প্যানেল চেয়ারম্যান ময়নউদ্দিন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হুরেমদিনা, বখতিয়ার হোসেন, শিক্ষক দাউদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, ইউপি সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা, সদস্য আরিফ শেখ ও কোমরপুর বাজার কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন চঞ্চল প্রমুখ। বাজেট পাঠ করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব শাহাবুদ্দীন। উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।