ছাতিয়াতনলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি গানের আসর অনুষ্ঠিত

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ছাতিয়ানতলা সরকারি প্রাইমারি মাঠ প্রাঙ্গনে গ্রামবাসীর আয়োজনে জারি গানের আসর অনুষ্ঠিত হয়। জারি গানের রীতি অনুযায়ী পালায় অংশ নেয়া শিল্পীরা একে অন্যকে ছন্দে ছন্দে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সাজানো এই মনমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠিত হয়। জারি গানের এ আসর দেখতে দূর-দূরান্তসহ এলাকার শত শত লোকজন ছুটে আসেন। জারি গান শুনতে আসা দর্শক আহাদ আলী জানান, সতেরো শতকে এ গানের শুরু হয়। মানুষের একমাত্র বিনোদনমাধ্যম ছিলো এই জারি গানের আসর। ওই সময় জারি গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হতো। কালের বিবর্তনে আজ তা হারিয়ে যেতে বসেছে। এলাকার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নারী-পুরুষ নির্বিশেষে ব্যাপক দর্শক সমাগম ঘটে। এ সময় উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আহাদ আলী, মো. আনার, আমির বিশ্বাস, রাসেল, আনিছুর, কাউসার, কলিমুদ্দিন, আনছার, ফরহাদ প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More