জীবননগরের আন্দুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে দু ব্যবসায়ীকে জরিমানা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দু’ব্যবসায়ীকে জরিমানা করেছেন। গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও আমজাদ হোসেন এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া বাজারের জাকিয়া ফাস্ট ফুড এন্ড ফাস্ট ফুড ও জননী ফার্মেসি উভয়ের ট্রেড লাইন্সেস ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখার অপরাধে ১৯৫৬ সালের অত্যাবশক পূর্ণ সামগ্রী আইনের ১২ ধারা মোতাবেক প্রত্যেকে ৫শ টাকা জরিমানা করেন। আদালত কয়েকটি বিভিন্ন পূর্ণ সামগ্রীর দোকান পরিদর্শন শেষে সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা, মাস্ক ও ট্রেড লাইন্সেস বাধ্যতামূলকভাবে অনুস্মরণ করার নির্দেশ দেন। এছাড়াও গার্মেন্টস ও হার্ডওয়ার ব্যবসায়ীদের ডিলিংস লাইন্সেস, তেল ও পেট্রোলিয়াম ও গ্যাস সিলি-ার ব্যবসায়ীদের বিস্ফোরক লাইন্সেস নবায়ন করার নির্দেশ দেন। আদালতকে সহযোগিতা করেন পেশকার রোমানা আক্তার, নাঈমুর রহমান, জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম ও ২৬ আনসার ব্যাটেলিয়ান বাহিনীর একটি চৌকস দল।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More