জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিল-বাওড়, জলাশয়সহ অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ৮টি জলাশয়ে এ মাছের পোনা ছাড়া হয়। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ স্লোগান নিয়ে মৎস্য অধিদফতর এ বছর মৎস্য উৎপাদন কর্মসূচি গ্রহণ করেছে।
জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল তা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্তকালে চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন খান, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন, পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। গতকাল উপজেলা পরিষদ পুকুর, মারুফদাহ বাওড়, বেনীপুর বাওড়, মনোহরপুর আবাসন পুকুর, ভৈরব নদের কাশিপুর অংশে, জীবননগর বিজিবি ক্যাম্প পুকুর, বনবিভাগ পুকুর ও খয়েরহুদা বড় ঘাটের জলাশয়ে ৪৭৬ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয় বলে উপজেলা মৎস্য অফিস নিশ্চিত করেছে।