জীবননগর কর্ন্দপপুরে মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাসাদাহ প্রতিনিধি: মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বাদীপক্ষের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার হাসাদাহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে মামলার বাদীপক্ষের পক্ষ থেকে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, জীবননগর উপজেলা কর্ন্দপপুর গ্রামের মিজানুর রহমান এবং আমার চাচা মৃত, আব্দুল খালকের ছেলে বাবু একই পাড়াতে বসবাস করেন; সেইসূত্রে মিজানুর রহমান আমার চাচাতো ভাই বাবুর বাড়ির ওপর দিয়ে যাতায়াত করতেন। সে সময় বাবুর বসবাসের অসুবিধার কারণে মিজানুরকে তার বাড়ির ওপর দিয়ে যেতে নিষেধ করাই মিজানুর রহমান এবং তার স্ত্রী ফেরদৌসি খাতুন কুপরামর্শ করে আমার ভাই বাবুর বিরুদ্ধে জীবননগর থানাই একটি মিথ্যা মামলা দায়ের করেন। যেটি তদন্ত সাপেক্ষে মিথ্যা প্রমাণিত হওয়ায় তা বাতিল হয়। সে সময় তার দাবিতে রাজি না হওয়ায় পুনরায় ফেরদৌসি খাতুন ও তার স্বামী মিজানুর রহমান, ভাবী নুর জাহান বেগম এবং একই মহল্লায় বসবাসকৃত মিজানুরের বিয়াই লুৎফর রহমানকে সাক্ষী করে চুয়াডাঙ্গা কোর্টে একটি মিথ্যা ধর্ষণ মামলা রুজু করেন। মহামান্য আদালত সুষ্ঠু তদন্তের জন্য সেটিকে জীবননগর উপজেলা সমাজ সেবা অধিদপ্তর বরাবর তদন্তের জন্য প্রেরণ করেন। সমাজ সেবা অধিদপ্তর সেটি সুষ্ঠু তদন্তপূর্বক প্রতিবেদনে উল্লেখ করে, বাদী ফেরদৌসি খাতুনের আনীত অভিযোগ সম্পূর্ণরূপে সঠিক নয়, এই মর্মে মহামান্য আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর গ্রাম্যসালিশের জন্য হাসাদাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সোহেল রানা শ্যামল তাদের উভয়পক্ষকে ডেকে মীমাংসার কথা বললে বাদী ফেরদৌসি বিবাদী বাবুর নিকট নগদ তিন লাখ টাকা এ রাস্তা বাবদ তিন কাঠা জমির দাবি করেন। সংবাদ সম্মেলনে বিবাদী পক্ষ আরও বলেন যে, ফেরদৌসি খাতুনে প্রস্তাবে বিবাদীপক্ষ রাজি না হওয়ায় ফেরদৌসি খাতুন ওই তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি পিটিশন দাখিল করে চিফ জুডিসিয়াল বরাবর তদন্ত প্রতিবেদন চান। সে সময় বাদী প্রতারক ফেরদৌসি খাতুন সাক্ষী নুর জাহানকে সাক্ষ্য দেয়ার কথা বললে নুর জাহান ফেরদৌসির কথাই রাজি না হলে ফেরদৌসি খাতুন প্রতারণা করে নুর জাহানের পরিবর্তে জীবননগর বিডিআর ক্যাম্পের নিকট বসবাসরত আনরুলের স্ত্রী ছামিনা খাতুনকে নুর জাহান সাজিয়ে বিজ্ঞ আদালতে সাক্ষী দেন। যার সাক্ষ্যতে বিজ্ঞ আদালত আমার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরায়ানা জারি করেন। সে সময় বাবু নিজে স্বেচ্ছায় আদালতের ওপর সম্মান দেখিয়ে বিজ্ঞ আদালতে আত্মসর্মপণ করেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলহাজতে বন্দি আছেন। তারপরও প্রতারক ফেরদৌসি খাতুন থেমে নেই পনুরায় আমাদের নামে বিভিন্ন পত্র/পত্রিকায় তার প্রাণনাশের হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে আবারো বিভিন্ন গণমাধ্যেমে মিথ্যা সংবাদ  প্রকাশ করেন। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যেমে এই মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যা আদৌ সত্য না , যেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এবং বানোয়াট।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More