ঝিনাইদহে ঘর থেকে যুবকের গামছা পেঁচানো মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের মোল্লাপাড়া এলাকায় ঘর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফসিয়ার রহমান (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফসিয়ার রহমান ওই এলাকার লুৎফর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঘরে গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে যেয়ে পুলিশ সেটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। ঝিনাইদহ সদর থানার এসআই শামীম হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।