ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত মেহেদি হাসান স্বপন হত্যার অন্যতম আসামি আসাদকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। সোমবার রাতে শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রাম থেকে আসাদকে গ্রেফতার করা হয়। প্রধান আসামি আসাদ নিহত’র আপন চাচাতো ভাই ও সারুটিয়া গ্রামের পান্নু মন্সির ছেলে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে আসাদ পালিয়ে ছিল। র্যাব ছায়া তদন্ত শুরু করে আসাদের উপস্থিতি নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানায়, জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থকরা স্বপনকে কুপিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুরে রেফার করা হলে ২২ জানুয়ারি তার মৃত্যু হয়।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ