দর্শনায় রূপসী বাংলার ২য় বর্ষপূর্তি উৎসবে সম্মাননা স্মারক প্রদানকালে বক্তারা

স্বগৌরবে এগিয়ে যাক রূপসী বাংলার কার্যক্রম

দর্শনা অফিস: দিনভর নানা আয়োজনের মধ্যদিয়ে স্মরণীয় করে রাখা হলো দর্শনা রূপসী বাংলা সোসাইটি’র ২য় বর্ষপূর্তি উৎসব। ২০১৯ সালের ১ ডিসেম্বর পথচলা শুরু হয় রূপসী বাংলা সোসাইটির। গুটি গুটি পায়ে সফলভাবে এ সংস্থার কার্যক্রম অতিবাহিত হয়েছে। ২ বছর পেরিয়ে ৩ বছরে পথচলায় গতকাল শুক্রবার দিনভর অনুষ্ঠিত হয় বর্ষপূর্তি উৎসব। সকালে সংস্থার দর্শনা আজমপুরস্থ কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। দুপুরে মহ্নাভোজ শেষে বিকাল সাড়ে ৩ টায় কাটা হয় কেক। এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা সহ বরণ করে রূপসী বাংলা পরিবারের সদস্যরা। অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দর্শনা মুক্তি ক্লিনিকের পরিচালক ডা. রফিকুল ইসলাম, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ ম-ল, দর্শনা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার। সভায় বক্তারা বলেন, রূপসী বাংলা খুব অল্প সময়ে মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। বেশ সুনামের সাথেই চলছে তাদের কার্যক্রম। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতেই নিরলস কাজ করে যাচ্ছে এ সংস্থার সকলে। রূপসী বাংলার সুনাম অক্ষুন্ন রাখতে দায়িত্ববান হতে হবে, কাজ করতে হবে আন্তরিকতার সাথে। রূপসী বাংলা সোসাইটির নির্বাহী পরিচালক হারুন রাজুর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন, দর্শনা সোসাইটির ব্যবস্থাপক (সার্বিক) আরাফাত হোসেন মিস্টার, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সৌদি প্রবাসী বিল্লাল হোসেন, আ. হান্নান, জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইয়াছিন জুয়েল, কার্ত্তিক সাহা, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, আ. হালিম, আ. মজিদ, আ. কাদের, আনারুল ইসলাম, আ. রহমান। রূপসী বাংলা সোসাইটির ব্যবস্থাপক মাহমুদ হাসান রনির উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রোকেয়া খাতুন কেয়া, আসমা আরা শিখা, জোসনা খাতুন, সাদিয়া জামান মিম, নুসরাত জাহান মেঘলা, সুগন্ধা, আমেনা খাতুন, বৃষ্টি খাতুন, মিম আক্তার সাথী, ফারহানা খাতুন, নয়ন, সবুজ, মুন্না, আকাশ, রিমঝিম, তনতু, শাওন প্রমুখ। আলোচনা পর্ব শেষে সংস্থার ৩২ জন গর্বিত সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More