দর্শনা অফিস: দর্শনায় ঝিনাইদহ র্যাব-৬’র সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করেছে এক মাদককারবীকে। আটককৃতের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের এসআই রাম প্রসাদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার রামনগরে। র্যাব এ অভিযানে রামনগর থেকে আটক করেছে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের মাঝ পাড়ার আশরাফুল হককে (২৭)। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত আশরাফুলের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের এসআই রাম প্রসাদ বাদী হয়ে দর্শনা থানায় আশরাফুলের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ