স্টাফ রিপোর্টার: দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের কালু মিয়াকে গাঁজাসহ আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৬ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- ও পঞ্চাশ টাকা অর্থদ- প্রদান করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। সাজাপ্রাপ্ত কালু মিয়া চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ, উপ-পরিদর্শক আকবর আলী সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালান। অভিযানকালে নিজ বাড়ি থেকে ৯৬ গ্রাম গাঁজাসহ আটক করা হয় একই এলাকার কালু মিয়াকে। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- ও পঞ্চাশ টাকা অর্থদ- প্রদান করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত কালুকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।