দামুড়হুদায় গ্রীষ্মকালী হাইব্রিড টমেটো চাষে সাফল্য

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় আধুনিক পদ্ধতিতে আগাম গ্রীস্মকালীন হাইব্রিড জাতের টমেটো চাষ করে ব্যাপক ফলন পাচ্ছেন উপজেলার বড় দুধপাতিলা গ্রামের কৃষক বিপ্লব হোসেন। বারি হাইব্রিড-৮ জাতের টমেটো খেতে সুস্বাদু হওয়ায় বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। ফলে তারা দামও পাচ্ছেন ভালো। আগামীতে তিনি আরো বেশি জমিতে চাষের পরিকল্পনা রয়েছেন তিনি।
দামুড়হুদা কৃষি অফিসসূত্রে জানা গেছে, দামুড়হুদার বড় দুধপাতিলা গ্রামের কৃষক বিপ্লব হোসেন কৃষি অফিসের সহায়তায় আধুনিক পদ্ধতিতে বাসের মাচা ও পলিথিনের ছাউনি দিয়ে তিন বিঘা জমিতে বারী-৮ জাতের টমেটার পরীক্ষামূলক চাষ করেন। ইতোমধ্যে টমেটো বিক্রি শুরু করেছেন। কৃষক বিপ্লব হোসেন জানান, তিনি কৃষি অফিসের সহায়তায় ৩ বিঘা জমিতে আগাম বারী-৮ জাতের হাইব্রিড টমেটোর পরীক্ষামূলক চাষ করেছেন। আগস্ট মাসের প্রথম সপ্তায় তিনি ক্ষেতে চারা রোপন করেন। পরে বাসের খুটি ও নাইলনের সুতা দিয়ে মাচা তৈরি করে অতিরিক্ত বৃষ্টি ঠেকাতে ওপরে পলিথিনের ছাউনি দেয়া হয়েছে। এতে তার বিঘাপ্রতি প্রায় ৫০হাজার টাকা তিন বিঘায় ১ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। বাড়তি খরচ হলেও অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে গাছে ব্যাপক হরে ফুল ফল ভরে যায়। এর পনের দিন পরে কাঁচা টমেটো বিক্রি শুরু করা হয়। ইতোমধ্যে ১২০ টাকা কেজি দরে প্রায় ১০ মণ প্রায় ৫০ হাজার টাকার বিক্রি করা হয়েছে। আশা করছি তিন বিঘা জমিতে প্রায় ১৫০ মণ টমেটো বিক্রি করতে পারবেন। বাজার দর কমে ৫০ টাকা কেজি হলেও ৩ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবে। এতে তার সকল খরচ বাদ দিয়ে ৬৫ দিনের ফসলে তিন বিঘা জমিতে প্রায় ২ লাখ টাকা লাভ হবে। আগামীতে আরো তিন বিঘা জমিতে এই টমেটো চাষ করবেন বলে জানান তিনি।
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান জানান, টমেটো সাধারণত বেলে বেলে দোয়াস মাটিতে ভালো হয়। আমাদের অঞ্চলের মাটি এই চাষের জন্য খুবই উপযোগী। বড়দুধপাতিলা গ্রামের মাঠে বিপ্লব হোসেন কৃষি অফিসের সহায়তায় তিন বিঘা জমিতে আগাম টমেটোর পরীক্ষামূলক চাষ করেছে। তার গাছে ব্যাপক ফুল ফল এসেছে। ইতোমধ্যে সে প্রায় ৫০ হাজার টাকার টমেটো বিক্রি করেছে। বর্তমানে ক্ষেতে যে ধরনের ফুল ফল আছে তাতে ১৫০ থেকে ১৮০মন তুলতে পারবে। বাজার দর অর্ধেকে নেমে আসলে ও তার সকল খরচ বাদ দিয়ে দুই লক্ষাধিক টাকা লাভ হবে। তবে আগামীতে এই চাষ দামুড়হুদায় ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে তিনি আশা করছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More