দামুড়হুদা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি নুরুন্নবী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা প্রেসক্লাব ও দামুড়হুদা উপজেলা সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো দামুড়হুদা প্রেসক্লাবে সভাপতি পদে এম নুরুন্নবী ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান, দামুড়হুদা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি পদে আলী আজগার সোনা, সাধারণ সম্পাদক পদে মুরশেদ বীন ফয়সাল তানজীর নির্বাচিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কমিশনারবৃন্দ আনুষ্ঠানিভাবে ফলাফল ঘোষণা করেন। দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন, অ্যাডভোকেট শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস, সহ-নির্বাচন কমিশনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আসমত আলী বিশ্বাস ও সাংবাদিক ইকরামুল হক পিপুল। দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি পদে হাফিজুর রহমান কাজল, সহ সভাপতি মাহবুবুর রহমান মনি, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুর ইসলাম মিরাজ, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান সোহাগ, কোষাধ্যক্ষ আহাদ আলী, দপ্তর সম্পাদক খালেকুজ্জামান, তথ্যপ্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক সালেকিন মিয়া সাগর, নির্বাহী সদস্য আব্দুস সালাম, জাহিদুর রহমান মুকুল ও শামসুজ্জামান পলাশ, সাংবাদিক সমিতির সিনিয়র সহ সভাপতি পদে ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন রেজা, সাংগঠনিক সম্পাদক এস এম সুজন, কোষাধ্যক্ষ আতিয়ার রহমান, নির্বাহী সদস্য সালাউদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।