মাথায় ১ম কলাম
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউপির গোবরগাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাবিকে পিটিয়ে হত্যা করেছে দেবর। নিহত ওই গৃহবধুর নাম নাজমা আক্তার (৩৫)। তিনি গোবরগাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় পৈতৃক জমি ভাগাভাগিকে কেন্দ্র করে গিয়াস উদ্দিনের সাথে তার ছোট ভাই শাহিন ও তুহিনের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে শাহিন ও তুহিন বাঁশ দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমা খাতুনকে বেধড়ক পেটাতে থাকে। এ সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৌলতপুর থানার ওসি জাকীদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে, এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ