নানা জল্পনা কল্পনার পর চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

 

স্টাফ রিপোর্টার: নানা জল্পনা-কল্পনার পর অবশেষে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনারদের এক সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সেলিম উদ্দিন খান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ফুটবল অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণের দিন ধার্য্য ছিলো। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির অন্য দু’সদস্য হলেন অ্যাড. এমএম মনোয়ার হোসেন ও অ্যাড. নাজমুল আহসান।

খোঁজ নিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জেলা প্রশাসকের মতামত গ্রহণ ব্যতিরেকে এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে। বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচনে একজন প্রার্থী। এছাড়াও আসন্ন নির্বাচনে শুভ সকাল স্পোর্টিং ক্লাবের ডেলিগেট সংক্রান্ত অভিযোগ তদন্তাধীন রয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন-২০২২ নির্বাচন স্থগিত রাখা প্রয়োজন। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান গত ১২ ডিসেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ ঢাকায় পাঠান। ওই চিঠির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম হুমায়ুন কবির সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে অভিযোগের বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠান। চিঠি পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদককে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণপূর্বক জাতীয় ক্রীড়া পরিষদকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। তবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো মতামত এখনও পাওয়া যায়নি।

এ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান গত বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সেলিম উদ্দিন খানকে অবহিত করেন। এ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন গতকাল শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের বাসভবনে এক সভার আয়োজন করেন। সভায় আলোচনা শেষে নির্বাচন আপাতত স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More