নারীর প্রতি দৃষ্টি-ভঙ্গি পরিবর্তনের আহ্বান

চুয়াডাঙ্গার ভান্ডাদহের নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসডিজি ও ভিশন ২০৪১  মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতিগঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের  সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জজ আদালতের সিনিয়র সহকারী জজ  মো. সাইফুদ্দিন হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র ও জাতি গঠনে নারীদের করণীয় নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান জানিয়ে তিনি বলেছেন, আইন নয়, মানসিকতার পরিবর্তনই নারীর ওপর সহিংসতা প্রতিরোধ করতে পারে। তিনি বলেন, ‘সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদের জন্য পীড়াদায়ক তা হচ্ছে নারীর প্রতি সহিংসতা। নারী নির্যাতন, ধর্ষণ ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আইন করেছি। কিন্তু, শুধু আইন করলইে এ সব বন্ধ করা যাবে না, এ জন্য মানসিকতাও বদলাতে হবে। চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।’ কর্মক্ষেত্রে নারীদের সুযোগ করে দিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মো. সাইফুদ্দিন হোসাইন বলেন, সরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬০ ভাগ নারী শিক্ষক বাধ্যতামূলক করেছে। এ সিদ্ধান্তের পর অনেক বাবা-মা মেয়েদের আর বাধা দেয়নি। জেলা তথ্য অফিসার সভাপতির বক্তব্যে সরকারের উন্নয়ন, সম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে ধর্মীয় বিষয়ের প্রকৃত শিক্ষা ও মানবিক মূল্যবোধসহ সহনশীল আচরণ এবং একে অন্যের প্রতি মিথ্যা আপবাদ, ক্ষতিকর, শিষ্টাচার বর্হিভূত বক্তব্য প্রদান থেকে বিরত এবং বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও সহিংসতা, মাদক এবং গুজব প্রতিরোধ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভান্ডাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মারুফ বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে  এলাকার ১২৫ নারী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন   জেলা তথ্য অফিসের ঘোষক মো. ফারুক হোসেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More