নেতৃবৃন্দের সাথে আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নব-নির্বাচিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দরা আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল রোববার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটারদের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। তবে, আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত কোনো প্যানেলই কাঙ্খিত ফলাফল হয়নি।

গত শনিবার চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাড. সেলিম উদ্দিন খান পুনর্নির্বাচিত হয়েছেন। তবে, আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থীদের পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. ফজলে রাব্বী সাগর বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ৯টি পদে এবং বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতিসহ ৫টি পদে জয়লাভ করেন।

নির্বাচনের ফলাফলের ব্যাপারে জানতে চাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম বলেন, আমরা আশা করেছিলাম প্যানেলের সকল প্রার্থী জিতবে। যে ফলাফল হয়েছে তা আশানুরুপ নয়।

এ ব্যাপারে জানতে চাইলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-আহবায়ক অ্যাড. মহ: শামসুজ্জোহা বলেন, আরো ভালো ফলাফল চেয়েছিলাম। কাঙ্খিত ফলাফল হয়নি। গত বছরে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা পরিষদ থেকে জিতলেও এবার আরো বেশি পদে জয়লাভ করবে এটা চেয়েছিলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More