নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে দুদক এ নিয়মিত মামলার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহানারা খানম লাকি শহরের আলাদাতপুর এলাকার জেলা বিএনপির বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও সদর পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডলের স্ত্রী। অভিযোগ রয়েছে, বিএনপিসহ চারদলীয় জোট সরকারের সময়ে জাহান আরা খানম লাকির নির্দেশে হাসপাতালের টেন্ডার, ডাক্তারি সার্টিফিকেট, অভ্যন্তরীণ বদলিসহ সব কিছুই চলত। সুচতুর ওই বিএনপি নেত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রং পরিবর্তন করে সরকারি দলীয় স্থানীয় নেতাদের ম্যানেজ করেই আছেন বহাল তবিয়তে। এ বিষয় নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আব্দুস শাকুর বলেন, পরিচালক স্বাস্থ্য বিভাগ খুলনার বুধবার স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের চিঠিটি বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতালে এসে পৌঁছেছে।
প্রসঙ্গত, ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাতের অভিযোগে সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ