গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার আড়িয়ারচকে রাণী খাতুন নামের পরস্ত্রীকে নিয়ে কলেজছাত্র মেহেদি হাসান উধাও হয়েছে। গতকাল দুপুরের দিকে তারা পালিয়ে যায়। জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ার চকের প্রবাসী মতিয়ার রহমানের মেয়ে রাণী খাতুনের সাথে ৬২ আড়িয়া গ্রামের মনিরুলের ছেলে কলেজছাত্র মেহেদী হাসানের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। গত প্রায় মাস খানেক আগে রাণী খাতুনকে পরিবারের লোকজন জোরপূর্বক বিয়ে দেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামে। বিয়ের একমাস পরে রাণী খাতুন তার পিতার বাড়িতে বেড়াতে আসেন। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সাবেক প্রেমিক ৬২আড়িয়া গ্রামের কলেজছাত্র মেহেদী হাসানের সাথে পালিয়ে যায়। এই ঘটনা জানাজানি হলে নিজেদের মেয়েকে খুঁজতে থাকে পরিবারের লোকজন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ