পুলিশ জনগণের সেবক আনসার সদস্যরা সহযোগী

দর্শনায় আনছার সদস্যদের মাঝে কম্বল বিতরণকালে এসপি আব্দুল্লাহ আল মামুন

দর্শনা অফিস: দর্শনায় আনছার সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপর সাড়ে ১২ টার দিকে চুয়াডঙ্গা জেলা পুলিশের সহযোগিতায় দর্শনা থানা চত্বরে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। দর্শনা থানা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণকালে চুয়াডঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা সব সময় মানুষের পাশে আছি। মানুষের সহযোগিতায় আমার দরজা সব সময় খোলা। জেলার সর্বস্তরের মানুষ যেকোন সময় আমার সহযোগিতা পাবে। একটি কথা মনে রাখতে হবে পুলিশ যেমন জনগনের সেবক, তেমনি সেবাদানে সহযোগী ভূমিকা রয়েছে আনসার সদস্যরা। পবিত্র কোরআনের সূরা আল-ইমরান আয়াতের উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার আরো বলেন, আর যেন তোমাদের  ধ্যে থেকে এমন একটি দল হয়, যারা কল্যাণের পুতি আহবান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই হবে সফলকাম। পুলিশ জনগণের সেবক। জনগণকে সেবা দেয়া পুলিশের কাজ। শীত এসেছে আমরা সবাই শীত অনুভব করছি। তাই শীতকে ভাগাভাগি করে নিতে আজকের এই কম্বল বিতরণ। সুতরাং যেকোনো সামাজিক কাজে পুলিশ ও সাংবাদিক যারা আছেন তারা সকলকে ভালো কাজের সহযোগিতা করবে। দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচ এম লুৎফুল কবীরের সভাপতিত্বে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার অফিসার ওসি (তদন্ত) এসএম আমান উল্লাহ আমান, ইন্সপেক্টর (অপারেশন) নিরব হোসেন প্রমুখ। উপস্থাপনা করেন থানার অফিসার এসআই আহমদ বিশ্বাস।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More