প্রবীণ হিতৈষী সংঘের উপ-নির্বাচন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে নজির আহমেদ সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ উপ-নির্বাচনে চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক, নির্বাহী সদস্য পদে শূন্য আসনে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শূন্য পদে উপ-নির্বাচনের দায়িত্বে নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হামিদুল হক মুন্সী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় যে, সহ-সভাপতি পদে নজির আহমেদ, সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সমাজ সেবা ও সাংস্কৃতিক সম্পাদক মোহা. গোলাম সরওয়ার এবং নির্বাহী সদস্য মো. আলাউদ্দীন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, তিন বছর মেয়াদী নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, সমাজ সেবা ও সাংস্কৃতিক সম্পাদকের মৃত্যু ও একজন সহ-সভাপতি ও নির্বাহী সদস্যের পদত্যাগ জনিত কারণে উল্লেখিত ৪টি পদ শূন্য হয়। বিগত ২৩ মার্চ থেকে নির্বাচনী তফশিল ঘোষিত হওয়ার পর বিগত ১৭ এপ্রিল পর্যন্ত ০৪ টি শূন্য পদে কোন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচন কমিশন উল্লেখিত ব্যক্তিদের নির্বাচিত ঘোষণা করে। বিজ্ঞপ্তি