মহেশপুর প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহেশপুরে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে ফতেপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত শামছুদ্দিন সরকার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শওকত আলী, জেলা পরিষদ সদস্য এম.এ আসাদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত কুমার, শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।