মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে মাছ বোঝাই আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক মাছ ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টায় উপজেলার বজরাপুর ঈদগা’র সামনে এ ঘটনা ঘটে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঝিনাইদহ আরাপপুর শেখপাড়ার মহিন উদ্দিন বিশ্বাসের ছেলে মাছ ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩২) ভোররাতে একটি আলমসাধুতে মাছ নিয়ে জীবননগর যাচ্ছিলেন। পথিমধ্যে মহেশপুর উপজেলার খালিশপুর টু কোটচাঁদপুর রোডের বজরাপুর ঈদগা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় মাছ ব্যবসায়ী আরিফুল গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। আলমসাধু চালক গাড়ি নিয়ে তাৎক্ষণিক পালিয়ে যান।
মহেশপুর থানার এসআই হায়াত আলী ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে। তিনি জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ