মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে মাদক রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে নীল মল্লিক (২৪) নামের এক যুবকের ৭ দিনের জেল এবং ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি মুজিবনগর উপজেলা বল্লভপুর গ্রামের শান্তি মল্লিকের ছেলে। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ওই রায় দেন। এর আগে মুজিবনগর থানাধীন রতনপুর পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল তাকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করেন।