মুজিবনগর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষ্যে মুজিবনগরে প্রস্ততিমূলকসভা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।