মেহেরপুরে ১৪ জন করোনা আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় নতুন করে ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় তিনজন, গাংনী উপজেলায় চারজন ও মুজিবনগর উপজেলার সাতজন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়ার ল্যাবে ৯৭টি (আরটিপিসিআর-৬৩, এন্টিজেন টেষ্ট-৩১টি, জীন এক্সপার্ট ৩টি) নমুনা পরীক্ষা শেষে ১৪ জন করোনা রোগী চিহ্নিত হয়েছে। এ নিয়ে মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট এক হাজার ৯৭ জন করোনা রোগী চিহ্নিত হয়। বর্তমানে চিকিৎসাধীন ১১১ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ২১ জন, গাংনী উপজেলায় ৫০ জন ও মুজিবনগর উপজেলায় ৩৭জন এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার তিনজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ১০০ জন। এদের মধ্যে সদর উপজেলার ৬০ জন, গাংনী উপজেলার ১৬ জন ও মুজিবনগর উপজেলার ২৪ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ৯০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৫১২ জন, গাংনী উপজেলায় ২৮৪ জন ও মুজিবনগর উপজেলায় ১০৪ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার তিনজন রয়েছেন।