মেহেরপুর অফিস: মাথায় হেলমেট না থাকায় মেহেরপুরে ৯ মোটরসাইকেল মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান এবং গোলাম রাব্বানীর নেতৃত্বে মেহেরপুর সরকারি কলেজ মোড় এবং জেলা শিল্পকলা একাডেমির সামনে আদালত বসানো হয়। এ সময় অর্ধ-শতাধিক মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। মোটরসাইকেল চালকদের মাথায় হেলমেট না থাকার কারণে মোটরযান আইন ২০১৮ এর ৪৯ ধারা লঙ্ঘন করায় ৯২ ধারায় ৯ জন মোটরসাইকেল মালিকের নিকট থেকে ৬ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান জানান, মেহেরপুর শহরসহ সারাদেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই অভিযান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ