লালন যে পথ দেখিয়েছে মানুষের কোন জাত নেই

চুয়াডাঙ্গায় ২ দিনব্যাপী সাধু বাউল মেলা উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

স্টাফ রিপোর্টার:

শাহ্ সুফি সদর উদ্দিনের ২২তম পদার্পণ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুদিনব্যাপী সাধু বাউল মিলন মেলা। সাধু মেলা উপলক্ষে আসনগ্রহণ, সন্ধ্যা প্রদীপ সজ্জা, ভক্তি প্রার্থনা, পুষ্পঞ্জলি অর্পণ, সাধু সমাবেশ, আলোচনাসভা ও সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। মিলন মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন বাউল, সাধু ও ভক্তরা। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা, খাবারের দোকান ও বই বিক্রি। বৃহস্পতিবার সন্ধ্যায় তরিকতে আহলে বাইতের আয়োজনে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা ব্রিজ মোড় সদর মঞ্জিলে এ মিলন মেলা শুরু হয়।  বৃহস্পতিবার সকাল থেকে সাধু বাউল মিলন মেলা স্থল তালতলা ব্রিজ মোড় সদর মঞ্জিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সাধু, বাউল ও ভক্ত অনুসারীরা। নারী-পুরুষসহ সব বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে সদর মঞ্জিল। সাধু মেলা উপলক্ষে আসন গ্রহণ, সন্ধ্যা প্রদীপ সজ্জা, ভক্তি প্রার্থনা, পুষ্পাঞ্জলি অর্পণ, সাধু সমাবেশ, আলোচনাসভা ও সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার পর্যন্ত চলবে মিলন মেলা। প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, মহামিলন, মহাসংঘ, মহাসমাবেশ এক বিশাল আয়োজন। যারা এ আয়োজন সার্থক, সফল করার জন্য দিন-রাত শ্রম দিয়েছেন ও দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে এসেছেন তাদের ধন্যবাদ। আসলে আপনাদের ভেতরে যে গুণটা সবথেকে বেশি কাজ করে তা হলো বিবাদে না জড়ানো। কাউকে ছোট মনে না করা। নিজেদের মত করে চলার চেষ্টা করেন। বিভিন্ন সময় তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা আপনাদের ওপর আঘাত হানে। সকলে লালন ভক্ত বাউল। যে উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছেন তা প‚র্ণ হবে। লালন যে পথ দেখিয়েছেন মানুষের কোনো জাত নেই। জাতের ভেদাভেদ করেছি আমরা মানুষ। মেলার সফলতা কামনা করছি। আগামীতে বড় ধরনের আয়োজন হবে বলে আমার আশা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা। এছাড়াও উপস্থিত ছিলেন ওহিদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন ফকির, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন তরিকতে আহলে বাইত কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More