সমাজ থেকে মাদক ও বাল্যবিয়ে দূর করতে করতে হবে

আলমডাঙ্গার আসমানখালীতে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী পুলিশ ক্যাম্পে জনসাধারণের সাথে মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী ইউপি চেয়ারম্যান মুন্সী মো. এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান লালন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ এখন আগের চেয়ে আরো বেশী গতিশীল। আপনারা যে কোনো অন্যায়ের বিষয়ে পুলিশকে খবর দেবেন। পুলিশ আপনাদের তথ্য সম্পূর্ণ গোপন রাখবে এবং সাথে সাথে ঘটনাস্থলে অন্যায়ের প্রতিবাদ করবে। সমাজ থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ধরিয়ে দিতে আপনারা পুলিশকে সহযোগিতা করুন। বাল্যবিয়েকে না বলুন কারণ সমাজে কন্যা সন্তান বোঝা নন; তাই আপনারা নাবালিকা সন্তানকে বাল্যবিয়ে দেবেন না। প্রতিটি অভিভাবককে নজর রাখতে হবে আপনার সন্তান কোথায় যাচ্ছে এবং কোন বন্ধুর সাথে মিশছে। নিয়মিত লেখাপড়া করছে কি-না সে০দিকে নজর রাখতে হবে। আপনার সন্তানের হাতে প্রয়োজন ছাড়া মোবাইলফোন ব্যাবহার করতে দেবেন না।

বিষেশ অতিথি ছিলেন মেহেরপুর জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম, বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বশির উদ্দীন বিশ্বাস, আসমানখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ নওশাদ আলী, এএসআই সবুজ কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আব্দুন হান্নান, গাংনী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, বেল্টু রহমান, আসমানখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক নিজামুল হায়দার, নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাহজান আলী, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মো. মজিবুল হক, আসমানখালী বাজারের ব্যসায়ী সোহেল রানা, লাল্টু মিয়া, আশাবুল হক, হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ন কবীর টুলু।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More