সৌদি আরবে বাংলাদেশিকে গলাকেটে খুন

সৌদি আরবের রিয়াদে জাকির হোসেন (২৯) নামের এক বাংলাদেশি যুবককে গলাকেটে খুন করা হয়েছে। রিয়াদের আল হারা এলাকায় একটি বাসায় তিনি থাকতেন। বুধবার সকালে ওই বাসাতেই জাকিরকে গলাকেটে ও ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে হত্যা করা হয়। জাকিরের বড় ভাই দুলাল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাকির হোসেন (২৯) গাজী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অরুয়াইলের মো. কাঞ্চন মিয়ার ছেলে।
দুলাল মিয়া বলেন, এ খুনের বিষয়ে আমার এক শ্যালক সৌদি আরব থেকে বিষয়টি জানিয়েছেন। বাসার ভেতরে জাকিরের রক্তার লাশের একটি ছবিও আমরা পেয়েছি। তবে কারা কেন জাকিরকে এভাবে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি। ২০০৮ সাল থেকে সৌদি প্রবাসী জাকির হোসেন আড়াই বছর আগে বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে একবার দেশে এসেছিলেন ছুটিতে। কিছুদিন পর তার আবার দেশে আসার কথা ছিল। স্থানীয় এক চেয়ারম্যানের মেয়ের সঙ্গে তার বিয়েও ঠিক করে রেখেছিল পরিবার।
জাকিরের বাড়ি আসা ও বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে তিনতলা একটি ভবন নির্মাণের কাজও চলছিল বলে জানালেন পরিবারের সদস্যরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More