স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও ১৫ পিস ইয়াবাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে থানা পুলিশ ও ফাড়ি পুলিশের সমন্বয়ে গঠিত টিম সদর উপজেলার মাখালডাঙাসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জ্বিনতলা মল্লিকপাড়ার নওশাদ আলীর ছেলে নয়ন হোসেন(২৬) ও লিখন(২০), বাগানপাড়ার চান মিয়ার ছেলে রুবেল(২০), সাতগাড়ির মনির ছেলে বিপ্লব হোসেন(১৯), একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নাইম হোসেন(২৪), সদর উপজেলার মাখালডাঙা গ্রামের গোলাম হোসেনের ছেলে রাজিব হোসেন (২৭), মেহেরপুর জেলার কাঠালপোতা গ্রামের আসকার আলীর ছেলে সোহেল হোসেন(১৬) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তালবাড়ীয়া খালপাড়ার সলিম মোল্লার ছেলে ইমারুল ইসলাম (৩৫)।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ