স্টাফ রিপোর্টার: সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিনের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গতবছর ১৫ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। চুয়াডাঙ্গা পৌর এলাকা হাজারাহাটি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত থাকাকালে অসুস্থতাজনিত কারণে অনেকটা আকস্মিক মারা যান।
সাবিনা ইয়াসমিরেন মৃত্যুবার্ষিকীতে হাজরাহাটি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুনা শারমীন শশীসহ সহকর্মীরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। তিনি হাবিবুর রহমানের স্ত্রী ছিলেন। হাবিবুর রহমান ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। হাবিবুর রহমানসহ তার পরিবারের সদস্যরাও সাবিনা ইয়াসমিনের মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবসে সেবার মান বৃদ্ধির প্রতিশ্রুতি
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ