দামুড়হুদা অফিস: দামুড়হুদার দশমীপাড়ার সোহাগকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবুজার গেফারী ওরফে সোহাগ (৩৬) দামুড়হুদা দশমীপাড়ার রকিবুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই সঞ্জয় কুমার চক্রবর্তী, এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্সসহ দুপুর ২টার দিকে দামুড়হুদা গ্রামের মোড় থেকে সোহাগকে গ্রেফতার করেন। এসময় তার দেহ তল্লাশি করে ৬ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গতকালই তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ সোহাগকে গ্রেফতার করা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোর্পদ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মজনুর রহমান আর নেই
এছাড়া, আরও পড়ুনঃ