স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন দোয়া পরিচালনা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম এসময় আমন্ত্রিতদের স্বাগত জানান।
দোয়া ও ইফতার মাহফিলে জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক তালিম হোসেন, বেলাল হোসেন (পিপি), আশরাফুল ইসলাম (সরকারি কৌশুলী), এমএম শাহজাহান মুকুল, সোহরাব হোসেন, ওয়াহেদুজ্জামান বুলা, আসম আব্দুর রউফ, মারুফ ছারোয়ার বাবু, আব্দুল খালেক, মইনুদ্দিন মইনুল, নুরুল ইসলাম, আবুল বাশার, মহ: শামসুজ্জোহা, আকসিজুল ইসলাম রতন, কাইজার হোসেন জোয়ার্দ্দার ও নাজমুল হাসান লাভলুসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক রোজাদার প্রতিবেশীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় তারাদেবী ফাউন্ডেশন প্রাঙ্গণে (পান্না সিনেমা হল প্রাঙ্গণ) এ ইফতার বিতরণ করা হয়। পবিত্র রমজানের শেষ রোজা পর্যন্ত অর্থাৎ পবিত্র রমজান মাসের নাযাতের দশ দিনব্যাপী তারা দেবী ফাউন্ডেশন রোজাদার প্রতিবেশীদের মধ্যে এ ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল ২ শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, পান্না সিনেমা হলের ম্যানেজার আব্দুর রশিদ হিরাসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। ইফতার বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর শিপলু।
জীবননগর ব্যুরো জানিয়েছে, ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল সোমবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যাটালিয়নের দৃষ্টিনন্দন মসজিদের ২য় তলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আযম খান চঞ্চল ও ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা পারভীন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অতিথির আসনে ছিলেন ঝিনাইদহের এডিএম সালমা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাইমিনুল ইসলাম, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, জীবননগর উপজেলা ভাইস চেয়াম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ও সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসলাবুল হক মিল্টনসহ মহেশপুর উপজেলার ইউপি চেয়ারম্যানগণ প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে ঝিনাইদহে জেলা প্রেসক্লাব সদস্য সাজ্জাদ হোসেন সাজ্জাদ, সোহাগ হোসেন, মহেশপুর প্রেসক্লাব সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক এসএম এনামুল হক দুলু, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম, শিপলু জামান, জীবননগর প্রেসক্লাব সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাংবাদিক সালাউদ্দীন কাজল ও সাংবাদিক আকিমুল ইসলাম প্রমূখ অংশ গ্রহণ করেন। এছাড়াও ব্যাটালিয়নের সকল সদস্য ইফতার মাহফিলে অংশ নেন। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তারেক জসিমউদ্দিন ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম আগত অতিথিদের স্বাগত জানান। শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাটালিয়ন জামে মসজিদের পেশ ইমাম।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ ইফতার অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রোজি উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আশরাফুজ্জামান ভূঁইয়া, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, প্রফেসর আশরাফুল হক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আলামিন, ফুয়াদ খান, খেজমত আলী মালিথা, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা দারা খান, মেহেরপুর জেলা জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, প্রফেসর ফজলুল হক প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর ব্র্যাক অফিসের উদ্যোগে ও ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর ব্র্যাক অফিস হলরুমে ইফতার ও মাহফিলে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) শামীম রেজা, জেলা সমন্বয়ক ফজলুল হক, এলাকা ব্যবস্থাপক (দাবি) সুভোধ কুমার ম-ল, এম.এম. শাহারিয়ার, শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফিসহ ব্র্যাক অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।