জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ শহরের হাসপাতালপাড়ায় অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেনসিডিলসহ তসলিম হোসেন (২৮) নামের এক যুবককে তার বাড়ি থেকে গ্রেফকার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে হাসপাতালপাড়ার থেকে জীবননগর থানা পুলিশ তাকে ফেনসিডিলসহ আটক করে। আটক তসলিম ওই পাড়ার ফজলুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, হাসপাতালপাড়ার মাদক ব্যবসায়ী তসলিম তার বাড়িতে ফেনসিডিল মজুদ রেখেছে গোপন এ সংবাদ পান ওসি আব্দুল খালেক। সংবাদের ভিত্তিতে তিনি সহকারী সাব-ইন্সপেক্টর ইনামুলকে অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। এএসআই ইনামুল ভোর ৪টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালপাড়ায় অভিযান পরিচালনা করেন এবং ১৬৮ বোতল ফেনসিডিলসহ তসলিমকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তসলিম একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকালই তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে এএসআই এনামুল হক জানিয়েছেন।