মহেশপুর প্রতিনিধি: শনিবার সন্ধ্যায় মহেশপুর সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে শিশুসহ ১৫ জন ৫৮ বিজিবির হাতে আটক হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৫৮বিজিবির অধিনস্ত সামন্তা বিওপির টহল দল বাঁশবাড়িয়া মসজিদের নিকট থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন বাগেরহাট জেলার বানিয়াখালী গ্রামের আসমা বেগম (৪০) ও তার শিশু কন্যা জামিলা (২), একই জেলার গোপালপুর গ্রামের বিউটি বেগম (৪৪), ছোটবাদুরা গ্রামের জেসমীন আক্তার (৩৫), চাদ্দারেলা গ্রামের তানজিলা বেগম (৩৬), পূর্বচিপ বারইখালী গ্রামের বানেছা বেগম (৩৩) এবং তার সাথে থাকা শিশু আরিফ শেখ (১৩), হানিফ শেখ (১০) ও মানছুরা (৬), খেজুরবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম (৪৫), সাতক্ষীরা জেলার ফুটিয়াঘাটা গ্রামের সামিনুর রহমান (৩৬), ফাহেমা খাতুন (২৫) ও তাদের শিশু কন্যা সুরাইয়া (একমাস) এবং পিরোজপুর জেলার পশ্চিম বালিপাড়া গ্রামের সালমা আক্তার (৩২)। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। রোববার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।