অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে টাকার চেক প্রদান
চুয়াডাঙ্গায় ২শ ৬০ বিঘা জমির ওপর স্থাপিত হচ্ছে বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র ও কলেজ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি সদর দফতরের নিকট বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র ও কলেজ স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের অর্থও প্রদানের কাজ শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে অধিগ্রহণকৃত জমিতে আনুষ্ঠানিকভাবে ৯জন জমির মালিকের হাতে ক্ষতিপূরণের টাকার চেক প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিজিবি-৬’র অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার উপস্থিত থেকে এ চেক প্রদান করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসির রহমান, ৬ বিজিবির সহকারী পরিচালক শেখ মো. ইমরান আলী বিজিবিএমএস। স্বাগত বক্তব্য রাখেন জমি অধিগ্রহণ কর্মকর্তা জেলা প্রশাসনের সহকারী কমিশনার হুমায়ুন আহমেদ। উপস্থিত ছিলেন সুবেদার মেজর ওলিউর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, প্রবীণ সাংবাদিক অ্যাড. মানিক আকবরসহ স্থানীয় সুধীবৃন্দসহ জমির মালিকদের অনেকে। চেক বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন হামিদুর রহমান।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার জাফরপুরের ৮৭ একর তথা প্রায় ২শ ৬০ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণকৃত জমিতে স্থাপিত হবে বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র ও কলেজ। দেশে বিশাল এ প্রশিক্ষণ কেন্দ্র চুয়াডাঙ্গারটা হচ্ছে দ্বিতীয়।