অপরাজনীতি রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে আ.লীগের মতবিনিময়

মেহেরপুর অফিস: আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে। এসব কর্মসূচিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। পদ্মা সেতু নিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অপরাজনীতি করছে ও দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছে। রাজপথে থেকে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে, তাই সকলকে সজাগ থাকতে হবে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে (জুমের মাধ্যমে) মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. ইয়ারুল ইসলাম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কাজী শহীদুল্লাহ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, আওয়ামী লীগ নেত্রী নুরজাহান বেগম, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ।

আওয়ামী লীগ নেতা শাশ্বত নিপ্পন চক্রবর্তীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ জামান, আনারুল ইসলাম, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা খাতুন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কাটা রয়েছে। এদিকে ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More