আগামী ১৪ জুলাই চুয়াডাঙ্গায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ১৪ জুলাই চুয়াডাঙ্গায় আসছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত হলরুমে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় বারের সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান একথা বলেছেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সাধারণসভা বারের সেক্রেটারি তালিম হোসেন সঞ্চালনা করেন। এসময় জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার ও মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক সুজা উদ্দিন ও আসাদুজ্জামান মিল্টনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জরুরি সাধারণ সভায় পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে উৎসব ভাতা প্রদান বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান, শামিম রেজা ডালিম, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও মনিবুল হাসান পলাশ বক্তব্য রাখেন। এসময় সভায় জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বারের সভাপতি সেলিম উদ্দিন খান বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে সাক্ষাত হয়েছে। তার সাথে চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করার বিষয়ে আলোচনা হয় এবং দিকনির্দেশনা দেন। আদালতে বিচারক সঙ্কটের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। আগামী ১৪ জুলাই চুয়াডাঙ্গা বার সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বারের সদস্যদের ৬ লাখ টাকা উৎসব ভাতা প্রদান করা হবে বলে ঘোষণা করেন তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More