আবারও শ্রেষ্ঠ করদাতা চুয়াডাঙ্গার সহিদুল হক মোল্লা

খুলনা বিভাগের ৭৭ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: বারো বারের মতো চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ করদাতা হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল হক মোল্লা। গতকাল বুধবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার প্রধান অতিথি থেকে করদাতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কমিশনার মো. সিরাজুল করিম। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশন ও দশ জেলায় ৭ জন করে ৪টি ক্যাটাগরিতে ৭৭ জন সেরা করদাতাকে এ সম্মাননা দেয়া হয়।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবছরও খুলনা সিটি কর্পোরশেন ও বিভাগের প্রতিটি জেলায় চারটি ক্যাটাগরিতে দীর্ঘ মেয়াদী করদাতা দুজন, নারী করদাতা একজন, সর্বোচ্চ করদাতা ৩ জন ও তরুণ করদাতা একজন মোট ৭ জন এ সম্মাননা লাভ করেছেন।

চুয়াডাঙ্গা জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা একেএম সাইফুল্লাহ ও মো. আব্দুস সালাম, নারী করদাতা সবিতা আগরওয়ালা, সর্বোচ্চ করদাতা মো. সহিদুল হক মোল্লা ও মো. ওসমান গনি রতন, মোছা. সাইফুন্নাহার আক্তার শাম্মী এবং তরুণ করদাতা কাজী মো. মঈনুদ্দিন সায়েম।

মেহেরপুর জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মো. নুরুজ্জামান ও মো. ফয়েজ উদ্দীন, নারী করদাতা মনিরা নাজমা, সর্বোচ্চ করদাতা অজয় সুরেকা, মো. শাহাবাজ উদ্দিন ও মো. নাদিম ইকবাল এবং তরুণ করদাতা মো. আশিকুল হক।

ঝিনাইদহ জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মো. লুৎফর রহমান ও সৈয়দা হামিদা বেগম, নারী করদাতা মোছা. জান্নাতুল ফেরদৌস, সর্বোচ্চ করদাতা মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী, কাজী মাহবুবুর রহমান ও নিখিল কুমার পাল এবং তরুণ করদাতা মো. আব্দুর রহমান।

কুষ্টিয়া জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মো. আব্দুল লতিফ ও মো. জহুরুল ইউসুফ, নারী করদাতা মিসেস পারভীন রহমান, সর্বোচ্চ করদাতা মো. মজিবর রহমান, মো. পারভেজ রহমান ও মো. শামসুর রহমান এবং তরুণ করদাতা মো. হাবিবুর রহমান।

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দীর্ঘ মেয়াদী কর দাতা হিসেবে সম্মাননা পেয়েছেন মো. ফারুক হোসেন ও মো. শামীম আহসান, নারী কর প্রদানকারী হরিদুন নেছা, সর্বোচ্চ কর প্রদানকারী মো. রুহুল আমীন, মোহাম্মদ জিয়াউল আহসান ও কাজী নিজাম উদ্দিন এবং তরুণ কর প্রদানকারী হিসেবে মো. রফিকুল ইসলাম।

খুলনা জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস ও মহাদেব দত্ত, নারী করদাতা জাকিয়া আসকারী, সর্বোচ্চ করদাতা জয়দেব কুমার ম-ল, হাসনা হেনা লিজা ও শেখ ওমর ফারুক এবং তরুণ করদাতা চিন্ময় সাহা।

যশোর জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা হাসমত আলী ও মো. শওকত আলী খান, নারী করদাতা উম্মে আইমান, সর্বোচ্চ করদাতা সুশান্ত কৃষ্ণ রায়, মমতাজ বেগম ও মো. আব্দুস শামীম চাকলাদার এবং তরুন করদাতা মো. আলমগীর কবির।

মাগুরা জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মো. রফিকুল আলম ও উদয় শংকর সাহা, নারী করদাতা সুপ্তি হক, সর্বোচ্চ করদাতা মো. আজিজুল হক, মো. রানা আমীর ওসমান ও মো. মেহেদী হাসান রাসেল, তরুণ করদাতা মো. ফয়সাল আহমেদ।

সাতক্ষীরা জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মো. মজিবর রহমান ও শেখ রিয়াজুল ইসলাম, নারী করদাতা মোছা. তানজীলা খাতুন, সর্বোচ্চ করদাতা মো. আবু হাসান, সুকুমার দাশ ও মো. মনিরুল ইসলাম, তরুণ করদাতা মো. মিজানুর রহমান।

বাগেরহাট জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা মিসেস রেহানা পারভীন ও মো. মোফাজ্জেল হোসেন, নারী কর দাতা সাবরিনা শারমিন, সর্বোচ্চ কর দাতা শেখ আসলাম আলী, মো. আনিসুর রহমান ও নুরুল ইসলাম খোকা এবং তরুণ কর দাতা মীর রহমত আলী।

নড়াইল জেলায় দীর্ঘ মেয়াদী কর দাতা দিলীপ কুমার রায় ও সাইয়্যেদ আহমাদ আলী, নারী করদাতা শিল্পী রানী কু-ু, সর্বোচ্চ করদাতা মো. গিয়াস উদ্দিন খান, এসএম রেজাউল আলম ও আলহাজ মো. ওয়াহিদুজ্জামান এবং তরুণ করদাতা মো. আশরাফুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More