আমাদের মাতৃ সমতুল্য খালেদা জিয়াকে নিয়ে খেলবেন না

চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মাঠে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনা কর্তৃক কটূক্তি ও পরোক্ষভাবে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনি প্রশাসনকে ব্যবহার করে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় থেকে ধরাকে সরা জ্ঞান করছেন। আপনার পরিবারের দুর্নীতি এখন টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। আওয়ামী লীগ তাদের সীমাহীন ব্যর্থতা ঢাকতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন আমাদের মাতৃ সমতুল্য নেত্রী, তাই আমাদের আবেগ নিয়ে খেলবেন না। বেগম খালেদা জিয়া হলেন রাজনীতির জীবন্ত কিংবদন্তী। অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি, আর নয়। তারেক রহমানের নির্দেশে যে কোন পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সর্বদা প্রস্তুত আছে। জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলুর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনা, সিরাজুুল ইসলাম মনি, আব্দুল জব্বার বাবলু, আবু বক্কর সিদ্দিক আবু, আজিজুর রহমান পিন্টু, নজরুল ইসলাম, মনিরুজ্জামান লিপ্টন, আমিনুল হক রোকন, নূর নবী সামদানী, আইনজীবী ফোরামের নেতা অ্যাড. শাহজাহান মুকুল, জেলা বিএনপি নেতা মাহমুদুল হক পল্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভিন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্মসম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা কৃষক দলের যুগ্মআহ্বায়ক আরিফ হাসান জোয়ার্দ্দার সোনা, তারিকুল আলম জোয়ার্দ্দার বিলু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসম্পাদক জুয়েল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More