আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে রাস্তার গাছ ফেলে ডাকাতি চক্রের সক্রিয় সদস্য গড়গড়ির তুহিনের স্বীকারোক্তিতে আরেক সদস্য পারদূর্গাপুরের জাহিদকে আটক করেছে। গত ২৮ আগস্ট শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার কুমারী ইউনিয়নের মৃত আব্দুল ওহাবের ছেলে জাহিদ আলমডাঙ্গাসহ পাশ^বর্তী এলাকায় সন্ধ্যারাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি চক্রের সদস্য। এ ডাকাত চক্রের বেশিরভাগ টার্গেট গরু ব্যবসায়ীদের। এলাকার গরু ব্যবসায়ীরা দূর দুরান্তের হাটে গরু বিক্রি করে বাড়ি আসতে রাত হয়ে যায়। এই সুযোগে বন্ডবিল, গোয়ালবাড়ি, মাদারহুদা, রংপুর , নওদাপাড়া এলাকার ফাঁকা মাঠে ওত পেতে বসে থাকে। লাটাহাম্বারযোগে গরু ব্যবসায়ীরা এলেই রাস্তায় গাছ ফেলে গাড়ির গতিরোধ করে ব্যবসায়ীদের সর্বস্ব কেড়ে নেয় এই চক্র। মাদারহুদা ও রংপুর মাঠে ডাকাতি হওয়ার পর দীর্ঘদিন পালিয়ে ছিলো জাহিদ। ২৭ আগস্ট রাতে গড়গড়ি গ্রামের ডাকাত চক্রের সদস্য তুহিনকে আটকের পর তার স্বীকারোক্তিতে জাহিদকে আটক করে নিয়ে আসে। গতকালই জাহিদকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।