আলমডাঙ্গায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সবেদ আলীর নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ

৪৮ ঘণ্টার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের ডাক 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর নির্বাচনে দুই মেয়র প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনায় মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর পক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গোবিন্দপুর নতুন বাসস্টান্ড থেকে হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভ শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা এরশাদ মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর পক্ষে বিভিন্ন সেøাগান দিতে থাকে।

অনুষ্ঠানে বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র এম সবেদ আলী বলেন, গত সোমবার রাতে আনন্দধাম হাউসপুরে মোবাইল প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। রাতেই ভাঙচুরের বিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগে প্রেক্ষিতে যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হয়, তাহলে ৪৮ ঘণ্টা পর আমরা মুক্তিযোদ্ধারা আবারও মাঠে নামতে বাধ্য হবো। এছাড়াও বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, আব্দুল কুদ্দুস, উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সম্পাদক আনিসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, আলহাজ আনিসুজ্জামান আনু মিয়া, আলহাজ শহিদুল ইসলাম ম-ল, আলহাজ রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার রাতে আলমডাঙ্গার দুই মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে পৌর এলাকার ব-বিলে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র মীর মহিউদ্দীনের ধানের শীষ প্রতীকের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময় সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. সবেদ আলীর মোবাইলফোন প্রতীকের অফিস ভাঙচুর করা হয় শহরের আনন্দধাম এলাকায়। রাতেই এর প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা সবেদ আলীর সমর্থকরা শহরে প্রতিবাদ মিছিল বের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে ১৫-২০টি মোটরসাইকেলযোগে আনন্দধাম এলাকায়  মোবাইলফোন প্রতীকের অফিস ভাঙচুর করে সটকে পড়ে। একই সময় ব-বিল গ্রামে মীর মহিউদ্দীনের ধানের শীষের অফিসেও হামলা চালায় একদল যুবক। তারা অফিসে ভাঙচুর চালিয়ে স্থান ত্যাগ করে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More