আলমডাঙ্গায় ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলায় ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘বিজ্ঞান মনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ এ সেøাগানকে সামনে রেখে গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে পাইলট বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, তথ্য ও বিজ্ঞানে যদি আমরা অগ্রসর না হতে পারি, পরিপূর্ণতা লাভ করতে না পারি, তাহলে আমাদের সরকারের যে স্বপ্ন সে লক্ষ্যে পৌঁছুতে পারবে না। আজকে যারা তরুণ, তোমাদের বয়স কম, তবে মেধা রয়েছে। উন্নয়নশীল দেশে পৌঁছুতে হলে তোমাদের ওপর সরকার নির্ভরশীল। তোমরা তথ্য ও প্রযুক্তি নিয়ে যতো ঘাটাঘাটি করবে ততো জানতে পারবে। বাংলাদেশের মজবুত অর্থনৈতিক ভিত স্থাপিত করতে হলে তোমাদের প্রয়োজন। কারণ ২০৪১ সালে হয়তো আমরা থাকবো না, তোমরাই সেই প্রজন্মে বিভিন্ন ক্ষেত্রে থাকবে। তোমাদের ওপর নির্ভর করবে এ দেশের উন্নতি, আবার তোমাদের দেখেই পরবর্তী প্রজন্ম জ্ঞান অর্জন করবে, লাভবান হবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।
এর আগে সকালে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে পাইলট বালিকা বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার সোহেল রানা, মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইকবাল হাসান, প্রভাষক ফারুক হোসেন, শরিফুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুরাইয়া জেসমিন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম, শহিদুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীন, রবিউল হক।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আলমডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ১ম স্থান পেয়েছেন ফারদ্বীন, ২য় নুরানী তাজমিরিন, ৩য় তাসনিম জাহান সোহানী, ৪র্থ মিথিলা নাসরিন শানু ও ৫ম ফরহাদ মোনায়েম। মাধ্যমিক পর্যায়ে ১ম স্থান আল ইকরা একাডেমির এসএমএ সানি, ২য় তানজিদ আহমেদ, ৩য় পাঁচকমলাপুর আলিয়াটনগর মাধ্যমিক বিদ্যালয়ের রওশন জামিল, ৪র্থ আল ইকরা একাডেমির হুমায়রা আক্তার তিশা ও ৫ম তাসনিয়া খাতুন তাসনিম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More