কার্পাসডাঙ্গা হাইস্কুলের প্রিয় শিক্ষক হাজী শাহাজাহান আলী আর নেই

রতন বিশ্বাস : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী শাহাজাহান আলী (৭৮) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কার্পাসডাঙ্গা বাজার পাড়ার মৃত গফুর বিশ্বাসের ছেলে শিক্ষক হাজী শাহাজাহান আলী দীর্ঘদিন প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। নিজ বাসভবণে শারিরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য পরিবারের লোকজন কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রিয় শিক্ষক শাহাজাহান আলীর মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার জুম্মা নামাজের পর কার্পাসডাঙ্গা কবরস্থানে বিভিন্ন শ্রেনী পেশার মুসুল্লিদের উপস্থিতে জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য শিক্ষক শাহাজাহান আলী ১৯৭৫ সালে বিদ্যালয়ে যোগদান করে ২০১৪ সালে অবসর গ্রহন করেন। তিনি কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের শিক্ষা ও ক্রীড়া অঙ্গনে শিক্ষক শাহাজাহান আলীর ছিলো অগ্রণী ভূমিকা। তিনি কার্পাসডাঙ্গা বাজার জামে মসজিদ, কার্পাসডাঙ্গা কবরস্থান ও ঈদগাহ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে তিনি হজ্বে যান। প্রিয় শিক্ষকের মৃত্যুতে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, বর্তমান শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্রবৃন্দ, ২০০০ সনের এসএসসি ব্যাচের সকল ছাত্রবৃন্দসহ ও বর্তমান শিক্ষার্থীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More